০৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:১২ পিএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৩ পিএম প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ড. খলিলুর রহমান চীনা কমিউনিস্ট পার্টির সচিব এবং রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের মন্ত্রী চেন ইয়িক্সিনের সাথে সাক্ষাৎ করেছেন। সম্প্রতি বেইজিংয়ে চীনা জনগণের প্রতিরোধ যুদ্ধ এবং বিশ্ব ফ্যাসিবাদবিরোধী যুদ্ধের বিজয়ের ৮০তম বার্ষিকী স্মরণ অনুষ্ঠানে যোগ দিতে তিনি চীনে গিয়ে এই সাক্ষাৎ করেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানকে ওই স্মরণ সভায় স্বাগত জানিয়ে চীনা মন্ত্রী বলেন, চীন ও বাংলাদেশ ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী। এই দুটি রাষ্ট্র একে অপরের প্রতি নজর রাখে। বাংলাদেশ চীনের এমন ভালো প্রতিবেশী, একে অপরের উপর আস্থা রাখে। বাংলাদেশকে ভালো বন্ধু এবং অভিন্ন উন্নয়ন কামনাকারী এবং অংশীদার হিসাবে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে এবং উভয় দেশের...