এর আগে, দলটি ২০১৬ সালে Quad Bike Design Challenge, ২০১৭ ও ২০১৯ সালে Formula SAE Japan, ২০২৩ সালে Formula SAE Switzerland এবং সর্বশেষ ২০২৪ সালে Formula Bharat-এ অংশগ্রহণ করে সাফল্য অর্জন করেছে।রওনা দেওয়ার আগে টিম লিডার সাকিব বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী যে বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারব। দেশবাসীর কাছে আমরা দোয়া ও সমর্থন কামনা করছি।’এ বিষয়ে রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেন, ‘আন্তর্জাতিক বিভিন্ন উদ্ভাবনী প্রতিযোগিতায় অংশ নিয়ে রুয়েটের এই টিম বিশ্ব দরবারে বাংলাদেশকে সুনামের সঙ্গে এর আগেও উপস্থাপন করেছে। আশা করছি, এবারও তারা কৃতিত্বের স্বাক্ষর রাখবে। তাদের জন্য শুভকামনা রইল।’ রওনা দেওয়ার আগে টিম লিডার সাকিব বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী যে বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারব। দেশবাসীর কাছে আমরা দোয়া ও সমর্থন কামনা করছি।’এ বিষয়ে রুয়েট...