শাহবাগে সমাবেশের পর গতকাল গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির অফিস ভাঙচুর করে নাই বলে দাবি করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ খান।শনিবার (০৬ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।রাশেদ খান বলেন, জাতীয় পার্টির একাংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী গণঅধিকার পরিষদ নিষিদ্ধের দাবি করার চেষ্টা করেছেন।তিনি দাবি করেন, জিএম কাদের ও শামীম হায়দারকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। এ সময় তিনি বলেন, এই দেশে ফ্যাসিবাদের কোনো স্থান হবে না।নুরকে দেখতে হাসপাতালে গেলেন মির্জা আব্বাসনুরুল হক নুরের চিকিৎসা প্রসঙ্গে রাশেদ খান বলেন, নুর কিছু মনে রাখতে পারছেন না এবং শরীরের ওপর তার নিয়ন্ত্রণ নেই। তিনি আরও জানান, একটি মহল নুরকে বিদেশে পাঠানোর চেষ্টা বন্ধ করতে চাইছে। নুরের শারীরিক অবস্থাও আশঙ্কাজনক।প্রসঙ্গত, গতকাল শুক্রবার রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির...