লিওনেল মেসির বিদায়ের পর এক নতুন অধ্যায়ের সূচনা হবে আর্জেন্টিনা দলে। ভেনেজুয়েলার বিপক্ষে বুয়েনস আইরেসে বিশ্বকাপ বাছাইপর্বে শেষবারের মতো দেশের মাটিতে জার্সি গায়ে তুলেছেন তিনি। অভিজ্ঞ নিকোলাস ওটামেন্ডিও জানিয়ে দিয়েছেন, ঘরের মাঠে জাতীয় দলের হয়ে আর নামবেন না। ফলে প্রশ্ন উঠছে—দল যখন দুই অভিজ্ঞ নেতাকে হারাচ্ছে, তখন কাদের হাতে উঠবে আর্জেন্টিনার অধিনায়কের আর্মব্যান্ড?বর্তমানে আর্জেন্টিনার অধিনায়কত্বের ক্রমে প্রথমে মেসি, তারপর ওটামেন্ডি এবং তৃতীয় স্থানে রয়েছেন ক্রিশ্চিয়ান ‘কুটি’ রোমেরো। গত জুনে চিলির বিপক্ষে বাছাইপর্বে ১-০ গোলের জয়ে রোমেরো ইতোমধ্যেই অধিনায়কত্বের অভিজ্ঞতা পেয়েছেন। টটেনহ্যামের নিয়মিত অধিনায়ক, তরুণ বয়সেই দলে নেতৃত্বগুণ দেখানো এবং গুরুত্বপূর্ণ ম্যাচে দাপুটে উপস্থিতি—সব মিলিয়ে মেসি-ওটামেন্ডির অনুপস্থিতিতে আর্জেন্টিনার নতুন নেতা হওয়ার দৌড়ে তিনিই এখন সবচেয়ে এগিয়ে।তবে কেবল রোমেরো নন, আরও কয়েকজন খেলোয়াড়কে ভাবনায় রাখছেন কোচ লিওনেল স্কালোনি।এমিলিয়ানো মার্টিনেজমেসির সাথে বিদায় বললেন...