‘জীবন সংসার’-এর মায়া ত্যাগ করে ‘স্বপ্নের নায়ক’ আজকের দিনে পাড়ি দিয়েছিলেন ‘এই ঘর এই সংসার’ থেকে। ১৯৯৬ সালের আজকের দিনে (৬ সেপ্টেম্বর) রহস্যজনক এক কারণে জীবন-সংসারের ইতি টানেন সালমান শাহ। সেই হিসেবে আজ সালমান শাহ ছাড়া আরো এক শরৎ এসেছে। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জে জন্ম নেন সালমান শাহ। পারিবারিক নাম শাহরিয়ার চৌধুরী ইমন হলেও সিনেমার পর্দায় তিনি ছিলেন শুধুই সালমান শাহ। পিতা কমর উদ্দিন চৌধুরী ও মাতা নীলা চৌধুরীর বড় ছেলে শাহরিয়ার চৌধুরী ইমন সালমান শাহ হয়েছিলেন ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় অভিনয় করতে গিয়ে। ঢাকাই সিনেমার নায়ক হওয়ার আগে সালমান শাহর ক্যারিয়ার শুরু হয়েছিল টেলিভিশন নাটক দিয়ে। ১৯৮৫ সালে বিটিভির ‘আকাশ ছোঁয়া’ নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেন এই তুমুল জনপ্রিয় নায়ক। এরপর অভিনয় করেছেন—দেয়াল (১৯৮৫),...