এমন কাণ্ডের পরে লুইস সুয়ারেজের শাস্তি পাওয়াটা অনুমেয়ই ছিল। দেখার অপেক্ষা ছিল ঠিক কয় ম্যাচের নিষেধাজ্ঞা পান ইন্টার মায়ামির এই উরুগুইয়ান তারকা। সেই ঘোষণা এলো এবার। লিগস কাপের ফাইনাল ম্যাচে হাতাহাতি, প্রতিপক্ষ স্টাফের মুখে থুতু নিক্ষেপের কারণে ৬ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন সুয়ারেজ। লিগস কাপের শৃঙ্খলা কমিটি জানিয়েছে, সুয়ারেজের এই নিষেধাজ্ঞা কার্যকর হবে কেবল লিগস কাপের ম্যাচে। ছয় ম্যাচের মধ্যে গ্রুপ পর্বে তিন ম্যাচ এবং বাকি ৩ ম্যাচ নকআউট পর্বে। চলতি মৌসুমের লিগস কাপে মায়ামির বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতে সিয়াটল চ্যাম্পিয়ন হয়েছে। অর্থাৎ, এই মৌসুমে সুয়ারেজ কিংবা মায়ামি কারোরই আর ম্যাচ নেই। ফলে সুয়ারেজের এই নিষেধাজ্ঞা কার্যকর হবে লিগস কাপের আগামী আসরে। ফাইনাল ম্যাচের সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য নিষিদ্ধ হয়েছেন মায়ামির আরও দুই ফুটবলার। টমাস অ্যাভিলেস তিন ম্যাচ এবং সার্জিও...