ক্রসফায়ারের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে বাম ছাত্র সংগঠনগুলোর প্যানেলের ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমির ‘বয়ান উৎপাদন’র বিরুদ্ধে এবার সরব হয়েছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদের। তিনি ইমির অবস্থানকে ‘গণবিরোধী’ উল্লেখ করে বলেছেন, তাকে ও তার প্যানেলকে এ বিষয়টি শিক্ষার্থীদের কাছে পরিষ্কার করতে হবে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে কাদের এ কথা বলেন। এর আগে ক্রসফায়ারের পক্ষে ইমির ফেসবুক স্ট্যাটাসের কড়া সমালোচনা করেন ডাকসুতে ছাত্রদল সমর্থিত জিএস পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিমও। আব্দুল কাদের তার স্ট্যাটাসে বলেন, “ডাকসুতে ভিপিপ্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি আজকে ‘মব সন্ত্রাস’-এর সাথে জড়িতদের ক্রসফায়ারে দেওয়ার কথা বলেছেন। ক্রসফায়ারে মানুষ খুন তথা বিচারবহির্ভূত হত্যা খুনি হাসিনার রেখে যাওয়া ফ্যাসিবাদী সংস্কৃতি এবং চরমতম মানবাধিকার লঙ্ঘন। ২০০৯ থেকে ২০২৩...