বছরের পর বছর নিজ দেশে আসা–যাওয়া করছেন। তবে এবার বাংলাদেশে আসার অভিজ্ঞতাটা অন্য রকম অভিনেতা ও সংগীতশিল্পী অভিনেতা শামিম ইব্রাহিমের কাছে। অল্প কথায় অভিজ্ঞতা বর্ণনা করলেন তিনি, ‘শামিম ইব্রাহিম হয়ে এসেছিলাম, মাস্টার শামিম হয়ে ফিরে যাচ্ছি আমেরিকায়।’ বাংলাদেশে ১৫ দিনের সফর শেষে তিনি ফিরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে। আজ শুক্রবার ভোরে দেশ ছাড়ার আগে কৃতজ্ঞতা জানিয়েছেন সবাইকে। বললেন, ‘জীবনের স্মরণীয় সফর শেষে, ফিরে যাচ্ছি দেশের মানুষের ভালোবাসা সঙ্গে নিয়ে।’গতকাল বৃহস্পতিবার রাতে বিমানবন্দর থেকে প্রথম আলোকে শামিম বলেন, ‘পরিবারের কাছে ফিরে যাচ্ছি, বিষয়টা সব সময় আনন্দের হলেও এবার বিষাদ ভর করছে। মনে হচ্ছে, সবাইকে রেখে যাচ্ছি, যেমন প্রথমবার মনে হয়েছিল। এবার অনেকের সঙ্গে দেখা হয়েছে, নিজেকে তাই ভাগ্যবান মনে করছি। সময়স্বল্পতায় অনেকের সঙ্গে দেখা হয়নি, তাঁদের কাছে ক্ষমাপ্রার্থী। তবে কথা দিচ্ছি, শিগগির ফিরে...