গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান। এসময় তিনি নুরের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন এবং কর্তব্যরত চিকিৎসকদের কাছ থেকে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। নুরের সঙ্গে কথা বলার সময় মির্জা আব্বাস বলেন, ‘নুর খুব সাহসী তরুণ নেতা। তাঁর ওপর নৃশংস হামলা হয়েছে। তবে আমরা আশা করি, তিনি দ্রুত সুস্থ...