আরও এক গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল, আরও একবার মুখোমুখি ইয়ানিক সিনার ও কার্লোস আলকারাজ। টেনিস দুনিয়ার বর্তমান দুই মহাতারকা রবিবার নামবেন ইউএস ওপেন ফাইনালে, এক বনাম দুইয়ের মহারণে। এখন পর্যন্ত দুই তারকার লড়াই হয়েছে ১৪ বার। এগিয়ে আছেন স্প্যানিশ তারকা আলকারাজ, জিতেছেন ৯টি ম্যাচ। সিনারের জয় ৫টিতে। সর্বশেষ সিনসিনাটি ওপেনের ফাইনালেও আলকারাজ জিতেছিলেন, যদিও সেই ম্যাচে চোটের কারণে মাঝপথে সরে দাঁড়াতে হয়েছিল সিনারকে। তাদের প্রতিদ্বন্দ্বিতার সূচনা ২০২১ সালে। তবে আসল পরিচিতি আসে ২০২২ সালের ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে। টানা পাঁচ সেটের ম্যারাথন ম্যাচ জিতে সেদিন আলকারাজ বিশ্ব টেনিসে নিজের অবস্থান পোক্ত করেছিলেন। সেই স্মৃতি টেনে এনে সিনার বলেন, ‘এই কোর্টেই আমাদের লড়াইয়ের শুরু হয়েছিল। এখান থেকেই সারা দুনিয়ায় আমাদের পরিচিতি ছড়িয়ে পড়ে। তারপর অনেক সময় কেটে গেছে। আলকারাজও আগের মতো...