প্রযুক্তি সাইট ‘টমস গাইড’ লিখেছে, কিছু সাধারণ চার্জিং অভ্যাস বদলালেই ব্যাটারির আয়ু উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব। চলুন জেনে নেওয়া যাক সে অভ্যাসগুলো। ব্যাটারির জন্য এটি হলো সবচেয়ে নিরাপদ সীমা। সবসময় ১০০ পর্যন্ত চার্জ দেওয়া বা পুরোপুরি ফাঁকা করে নেওয়া ব্যাটারির ওপর চাপ বাড়ায়। তাই প্রায় ২০ শতাংশে পৌঁছালে চার্জ দিন এবং ৮০ শাতংশে উঠলে খুলে ফেলুন। এতে পুরো চার্জ সাইকেল কম ব্যবহার হবে এবং ব্যাটারির আয়ু বাড়বে। চার্জ দেওয়ার সময় ভারী ব্যবহার ফোনকে গরম করে ফেলে আর তাপ হলো ব্যাটারির সবচেয়ে বড় শত্রু। গরমে ব্যাটারির ভেতরের রাসায়নিক প্রক্রিয়া দ্রুত হয় ফলে সক্ষমতা দ্রুত কমে যায়। চার্জের সময় সম্ভব হলে ফোন ব্যবহার না করাই ভালো। দরকার হলে হালকা কাজ করুন যেমন কিছু পড়া বা মেসেজ করা। প্রায় সব স্মার্টফোনেই ব্যাটারি সেভার বা...