গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।শনিবার (০৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালে পৌঁছান মির্জা আব্বাস। এরপর নুরুল হক নুরের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন তিনি।হাসপাতালে গিয়ে বিএনপি নেতা মির্জা আব্বাস কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তিনি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তার চিকিৎসার বিস্তারিত সম্পর্কে চিকিৎসকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন।এ সময় মির্জা আব্বাস বলেন, নুর অত্যন্ত সাহসী এক তরুণ নেতা। তার ওপর নৃশংস হামলা চালানো হয়েছে, তবে আমরা আশাবাদী তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। দেশের মানুষ তার পাশে রয়েছে, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তিনি শিগগিরই আগের মতো শক্তভাবে ফিরে দাঁড়াবেন।লাশ পুড়িয়ে দেওয়া রাসুলের শিক্ষা নয় : রিজভীঘটনাস্থলে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খানসহ সংগঠনের...