বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রান্সে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেন, মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের পথিকৃৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে আদর্শিক রাজনৈতিক ধারার সূচনা করেছিলেন। ৫ সেপ্টেম্বর ২০২৫, বৃহত্তর প্যারিসের স্তা এলাকায় অবস্থিত বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। ফ্রান্স বিএনপির নেতাকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শহীদ জিয়ার নেতৃত্বে প্রতিষ্ঠিত বিএনপি জাতীয়তাবাদী আদর্শের মাধ্যমে এক নতুন জাতি-রাষ্ট্র গঠনের লক্ষ্য স্থাপন করেছিল। বাংলাদেশের মানুষের হৃদয়ে শহীদ জিয়ার স্মৃতি ও বিএনপির আদর্শ চিরস্থায়ী। অনুষ্ঠানে বক্তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য সকল দেশপ্রেমিক শক্তির ঐক্য কামনা করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর...