হৃত্বিক রোশন যে তার প্রেমিকাকে কখনো লুকোচুরি করতে চান না, তা আবারও স্পষ্ট হয়েছে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সংস অফ প্যারাডাইস’-এ সাবার অভিনয় ভক্তদের যেমন মুগ্ধ করেছে, তেমনি সেই সিনেমায় মুগ্ধ হয়ে হৃতিক নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন প্রেমিকা সাবার কিছু ঝকঝকে মুহূর্ত। শুধু প্রেমময় মুহূর্তই নয়, তিনি সাবাকে অভূতপূর্ব শিল্পী এবং কঠোর পরিশ্রমী হিসেবে আখ্যায়িত করতেও পিছপা হননি।ভারতীয় গণমাধ্যমেরসূত্রে জানা যায়, মুক্তির আগেই নাকি সাবার অভিনয় দেখে নিয়েছিলেন হৃতিক। তখন থেকেই ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছিলেন প্রেমিকার প্রতি।এ বিষয়ে অভিনেতা লিখেছেন, ‘সংস অফ প্যারাডাইস’-এর সঙ্গে যুক্ত প্রযোজক, টেকনিশিয়ান এবং শিল্পীদের কাছ থেকে আমি যে পরিমাণ প্রশংসা পাচ্ছি, তা সত্যিই মন ছুঁয়ে যাচ্ছে। আমি বেশ কয়েক মাস আগে এই ছবিটি এডিট চলাকালীন সময়ে দেখেছিলাম। আমার মনে আছে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম একঝলকে। ওর অভিনয়...