দেশের শেয়ারবাজারে রূপকথার ‘আলাদিনের চেরাগ’ এর ভূমিকায় অবতীর্ণ হয়েছে দুর্বল আর্থিক ভিত্তির প্রতিষ্ঠান ইনটেক লিমিটেড। মাত্র ১৮ দিনেই কোম্পানির শেয়ার দাম বেড়ে দ্বিগুণের বেশি হয়ে গেছে। প্রতিষ্ঠানটির শেয়ারের এই দাম বাড়াকে অস্বাভাবিক বলছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। শেয়ার দাম অস্বাভাবিক হারে বাড়ায় ডিএসই থেকে বিনিয়োগকারীদের বারবার সতর্ক করা হয়েছে। কিন্তু তাতেও কোম্পানিটির শেয়ার দাম বাড়ার প্রবণতা থামেনি। বরাং দাম বাড়ার পালে যেন আরও হওয়া লেগেছে। গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসেই কোম্পানিটির শেয়ার দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করেছে। এক শ্রেণির বিনিয়োগকারীদের কাছে কোম্পানিটির শেয়ার পছন্দের শীর্ষে থাকায় গত সপ্তাহের পাঁচ কার্যদিবসেই দিনেই সর্বোচ্চ দামে কোম্পানিটির বিপুল শেয়ার কেনার আদেশ আসে। বিপরীতে বিক্রয় আদেশের ঘর শূন্য হয়ে যায়। এতে এক সপ্তাহেই কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৬০...