প্রশ্ন : সামনে তো ঈদে মিলাদুন্নবী। তো এই সময়ে আমাদের কী করা উচিত? বর্তমানে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের ওরশ বা মাহফিল বা এটা-সেটা হয়, তো এ বিষয়ে কোরআন সুন্নাহ কোনটা সমর্থন করে? উত্তর :মিলাদ শব্দের অর্থ জন্ম। মিলাদুন্নবি অর্থ রাসুলের জন্ম। এই পরিভাষাগুলো এভাবে এসেছে। তবে মিলাদুন্নবি নামে সাহাবায়ে কেরাম রাসুল (সা.) যে দিনে জন্মগ্রহণ করেছেন এটাকে নিয়ে কোনো উৎসব করেছেন, অথবা সেটাকে মিলাদুন্নবি বানিয়ে কোনো অনুষ্ঠান করেছেন, এমন কিছু জানা যায়নি। হাদিসের মধ্যে এসেছে ‘আমি করি নাই এমন কোনো কাজ এই দ্বীনের মধ্যে কোনো ব্যক্তি যদি তৈরি করে তাহলে সেটা পরিত্যাজ্য হবে, বা এটা গ্রহণ করা হবে না এবং বেদাত বলে পরিগণিত হবে।’ আমাদের নবী কবে জন্মগ্রহণ করেছেন কবে মৃত্যু বরণ করেছেন এটা নিয়ে মতপার্থক্য আছে। জন্মের দিনটা কোন...