ফ্রান্সের জার্সিতে কিংবদন্তি থিয়েরি অঁরিকে ছুঁয়ে ফেললেন কিলিয়ান এমবাপ্পে। শুক্রবার পোল্যান্ডে ইউক্রেনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ফ্রান্স জিতেছে ২-০ গোলে। সে ম্যাচে গোল করেই এই কীর্তি ছুঁলেন তিনি। এদিন ম্যাচের ৮২ মিনিটে গোল করেন এমবাপ্পে। এই গোলের পর ফ্রান্সের হয়ে তার গোল সংখ্যা দাঁড়ায় ৫১। অঁরির সমান হলো তার রেকর্ড। ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এমবাপ্পে এখন দ্বিতীয়। তার ওপরে আছেন শুধু অলিভিয়ে জিরু। আর ৭ গোল করলেই তার রেকর্ডও ভেঙে দেবেন তিনি। ম্যাচে এমবাপ্পের গোল বানিয়ে দেন তার রিয়াল মাদ্রিদ সতীর্থ অরেলিয়ান শুয়ামেনি। দ্রুত কাউন্টার অ্যাটাক থেকে আসে গোলটি। এর আগে ম্যাচের শুরুতে গোল করেছিলেন মাইকেল ওলিসে। গোল করার পর এমবাপ্পে বলেন, ‘আমরা আরও গোল করতে পারতাম। আমি নিজেও কয়েকটা সুযোগ নষ্ট করেছি। তাই উন্নতির জায়গা আছে। তবে এটা বেশ...