গেল সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের (৩১ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর) মধ্যে তিন দিনই বাজার ঊর্ধ্বমুখী ছিল। এসময়ে লেনদেন হওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে দর বেড়েছে ২৪৩টির। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির তালিকায় পচা শেয়ারগুলোর আধিপত্য দেখা গেছে। বিশেষ করে ‘বি’ ও ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিগুলো দরবৃদ্ধির শীর্ষ ১০-এর তালিকা দখল করে আছে।বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে ‘বি’ ক্যাটাগরিতে থাকা ইনটেক লিমিটেডের। আলোচ্য সপ্তাহে শেয়ারটির দর বেড়েছে ৬০ দশমিক ৬৪ শতাংশ। আগের সপ্তাহে ২৮ টাকা ২০ পয়সায় লেনদেন হওয়া শেয়ারটির দাম সপ্তাহ শেষে ৪৫ টাকা ৩০ পয়সায় উঠেছে।দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘বি’ ক্যাটাগরির চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এই কোম্পানির শেয়ারদর সপ্তাহের ব্যবধানে ৫১ টাকা ৯০ পয়সা থেকে ৬৫ টাকা...