ঢাকা:শরৎচন্দ্র বসু ছিলেন খ্যাতনামা আইনজীবী বলিষ্ঠ রাজনীতিবিদ ও ভারতীয় স্বাধীনতা সংগ্রামের বিশিষ্ট নেতা। নেতাজি সুভাষচন্দ্র বসুর দাদা শরৎচন্দ্র বসু। ভারতের স্বাধীনতা আন্দোলনে শরৎচন্দ্র বসু নিঃস্বার্থ অবদানের কথা আজ তেমন কেউ মনে রাখেনি। ইতিহাস দেয়নি যথার্থ সম্মান। দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে দীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবার তাকে জেল-জুলুম সহ্য করতে হয়েছিল।শরৎ বসুর জন্মগ্রহণ করেন ব্রিটিশ ভারতের ওড়িশার কটক শহরে। ১৮৮৯ সালের ৬ সেপ্টেম্বর। তার পিতার নাম জানকীনাথ বসু এবং মাতার নাম প্রভাবতী দেবী। সবচেয়ে বড় পরিচয় হলো শরৎ বসু ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর মেজো দাদা।তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছিলেন এবং অবিভক্ত স্বাধীন বাংলা প্রজাতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন। এই কর্মকাণ্ডের সময় তিনি সর্বদা পাশে পেয়েছিলেন তার অর্ধাঙ্গিনী শ্রীমতি বিভাবতী বসু। তার স্ত্রী শ্রীমতি বিভাবতী বসু ও গান্ধীবাদী আন্দোলন ও...