আমরা চেহারার যত্ন নিয়ে যতটা সচেতন, শরীরের অন্যান্য অংশের তেমন যত্ন নেই না। ফলে অযত্ন–অবহেলায় মলিন হয়ে পড়ে শরীরের অন্যান্য অংশ। সাধারণত আমাদের কনুই ও হাঁটুর ত্বক তুলনামূলকভাবে মোটা ও শুষ্ক হয়। নিয়মিত ঘষা, চাপ ও যত্নের অভাবে এই অংশগুলোতে মেলানিন জমে গাঢ় কালো দাগ তৈরি হয়। অবহেলার কারণে কালো হয়ে ছোপ ছোপ দাগ পড়ে যায়। তাই বিশেষ কনুই ও হাঁটুর ত্বক যত্ন নিতে হয়। ঘরোয়া উপায় যত্ন নিলে ও ভালো ফল পাওয়া যাবে। আসুন জেনে নেওয়া যাক ঘরে থাকা কোন উপাদান কনুই এবং হাঁটুর কালো ভাব দূর করবে - ১. চিনি ও লেবুপানিতে এক চামচ চিনি মিশিয়ে ফুটিয়ে নিন। চিনি গলে পানিতে মিশে যাওয়ার পর ঠান্ডা করে নিন। এবার এই চিনির রস লেবুর গায়ে মাখিয়ে কালো দাগের উপর লেবুটা...