বিশ্বখ্যাত প্রফেশনাল বাস্কেটবল খেলোয়াড় জন ওয়ালের জন্মদিন আজ। ১৯৯০ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের ক্যানসাস সিটিতে তার জন্ম। ছোটবেলা থেকেই খেলার প্রতি তার আগ্রহ ছিল তীব্র। স্কুল এবং কলেজ পর্যায়ে জন ওয়াল তার খেলার দক্ষতা দিয়ে সবাইকে মুগ্ধ করতেন। তিনি বিশেষভাবে তার দ্রুতগামী খেলাধুলার জন্য পরিচিত। ছবি: জনের ফেসবুক থেকে জন ওয়াল তার শৈশব কাটিয়েছেন ক্যানসাস শহরে। তিনি কিশোর বয়স থেকেই বাস্কেটবলের প্রতি আকৃষ্ট হন। কলেজে তিনি ক্যানসাস বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখানে খেলাধুলার মাধ্যমে তার দক্ষতা আরও বৃদ্ধি পান। ক্যানসাস বিশ্ববিদ্যালয়ে খেলার সময় জন ওয়াল বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং তার দ্রুতগতির খেলা ও চতুর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার জন্য প্রশংসিত হন। ২০১০ সালে জন ওয়ালকে এনবিএ ড্রাফটে প্রথম রাউন্ডে নির্বাচন করা হয়। তিনি ওয়াশিংটন উইজার্ডস (বর্তমান ওয়াশিংটন উইজার্ডস) দলে যোগদান...