প্রকৃতি সবসময়ই আমাদের বিস্মিত করে। কখনো পাহাড়ে রঙিন খনিজ, কখনো সমুদ্রে জ্বলজ্বলে নীল আলো, আবার কখনো মরুভূমিতে আগুনের গহ্বর। কিন্তু আপনি কি জানেন, পৃথিবীতে এমন একটি হ্রদ আছে, যার পানি স্বাভাবিক নীল বা সবুজ নয় বরং উজ্জ্বল গোলাপি রঙের? শুনতে অবিশ্বাস্য লাগলেও সত্যি, অস্ট্রেলিয়ার লেক হিলিয়ার এমনই এক বিস্ময়, যা পৃথিবীর একমাত্র স্থায়ী গোলাপি লেক হিসেবে খ্যাত। লেক হিলিয়ার অবস্থিত অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে, মিডল আইল্যান্ডে, যা রিচার্চ আর্কিপেলাগোর অংশ। দ্বীপটি দক্ষিণ মহাসাগরের তীরে অবস্থিত এবং মূল ভূখণ্ড থেকে কিছুটা বিচ্ছিন্ন। লেকটির দৈর্ঘ্য প্রায় ৬০০ মিটার এবং প্রস্থ প্রায় ২৫০ মিটার। আকারে খুব বড় না হলেও এর গোলাপি রংই এটিকে পৃথিবীর নজরকাড়া এক প্রাকৃতিক বিস্ময়ে পরিণত করেছে। লেক হিলিয়ারের সবচেয়ে রহস্যময় দিক হলো এর অদ্ভুত গোলাপি রং। বিজ্ঞানীরা দীর্ঘদিন গবেষণা করে...