বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। পাকিস্তান আমলেও মাজারে এমন হামলা হয়নি। আজ শনিবার সকালে রাজধানীর পল্টনে বিএনপির কার্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত বিএনপি আয়োজিত মিলাদ মাহফিল অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, ‘তৌহিদী জনতার নামে কিছু মানুষ মাজার আক্রমণ করছে, কবর থেকে তুলে লাশ পুড়িয়ে দিচ্ছে, এদের পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে।’ তিনি বলেন, ‘দেশের মানুষ ঐক্যবদ্ধ নয়, সেজন্যই এত হিংসা আর হানাহানি চলছে।’ দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘পাকিস্তান আমলেও...