নিজস্ব প্রতিবেদক : দেশের ভূমি ব্যবস্থাপনায় দীর্ঘদিনের দুর্নীতি এবং সাধারণ মানুষের জমির মালিকানা সুরক্ষায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন অ্যাডভোকেট মো. বেলায়াত হোসেন। তার মতে, দলিল বা খতিয়ান না থাকলেও মাত্র দুটি নির্দিষ্ট প্রমাণ থাকলে একজন ব্যক্তি তার জমির স্থায়ী মালিকানা ধরে রাখতে পারবেন, যা ভবিষ্যতে তার উত্তরাধিকারীদের জন্যও বৈধ থাকবে। অ্যাডভোকেট বেলায়াত হোসেন তার বক্তব্যে উল্লেখ করেন যে, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্র্বতীকালীন সরকার দেশের বেশ কিছু বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, যার মধ্যে অন্যতম হলো জায়গা-জমি সংক্রান্ত দুর্নীতি। তিনি ভূমি অফিসগুলোকে দুর্নীতির আখড়া হিসেবে আখ্যায়িত করে বলেন, "যেসব করাপশন বা দুর্নীতি আড়ালে আড়ালে অবৈধভাবে যেসব ভূমি কর্মকর্তারা জড়িত রয়েছে এবং তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে ভূমি মালিকদের সাথে দুর্নীতি করে অঢেল টাকা-পয়সার মালিক তারা হয়েছে।" অন্তর্র্বতীকালীন...