দুর্ঘটনার পরপরই ৫৫ বর্ষী কোচকে জরুরীভাবে অস্ত্রোপচারের জন্য নেয়া হয়। তার মেডিকেল রিপোর্ট বলছে, ‘এনরিকের কাঁধের হার ভেঙে গেছে। যে কারণে অস্ত্রোপচারের প্রয়োজন হয়।’ পিএসজি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে , ‘শুক্রবারের সাইকেল দুর্ঘটনায় কোচের চিকিৎসা চলছে। ক্লাব তার চিকিৎসার জন্য পূর্ন সহায়তা ও দ্রুত সুস্থতা কামনা করছে। কোচের দুর্ঘটনার ব্যাপারে পরবর্তিতে আরো জানানো হবে।’ পিএসজি কোচকে কয়েক সপ্তাহ থাকতে হব নিবিড় পর্যবেক্ষণে। ধারণা করা হচ্ছে, সুস্থ হয়ে স্বাভাবিক অবস্থায় ফিরতে ছয় থেকে আট...