শাস্তি অনুমিতই ছিল, দেখার ছিল শাস্তির মাত্রা। ক্ষমা চেয়েও বড় সাজা এড়াতে পারলেন না লুইস সুয়ারেস। লিগস কাপ ফাইনাল শেষে থুথু কাণ্ডে ছয় ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন ইন্টার মায়ামির ফরোয়ার্ড। একই ম্যাচের বিতর্কিত ঘটনায় শাস্তি পেয়েছেন সুয়ারেসের দুই সতীর্থ সের্হিও বুসকেতস ও তোমাস আবিলেসও। সহিংস আচরণের জন্য আর্জেন্টাইন ডিফেন্ডার আবিলেসের নিষেধাজ্ঞা তিন ম্যাচের, প্রতিপক্ষের ফুটবলার ওবেড ভার্গাসক ঘুষি মেরে দুই ম্যাচ নিষিদ্ধ বুসকেতস। এই শাস্তি দিয়েছে লিগস কাপ আয়োজক কমিটি। শাস্তি কার্যকর হবে স্রেফ লিগস কাপেই। সেক্ষেত্রে তা প্রয়োগ করা হবে আগামী বছরের লিগস কাপে। সেখানে সুয়ারেস-বুসকেতস থাকবেন কী না, নিশ্চিত নয় এখনও। দুজনেরই মায়ামি চুক্তি শেষ হবে এই বছর। তবে তাতেই শঙ্কার শেষ নয় তাদের। লিগস কাপ কমিটি বিবৃতিতে জানিয়েছে, মেজর লিগ সকার কর্তৃপক্ষ চাইলে শৃঙ্খলাভঙ্গের জন্য আরও ব্যবস্থা নেওয়ার...