এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে সপ্তাহে গড়ে ৫০টি সিনেমার শুটিং হয়। বছরে নির্মিত হয় ২ হাজার ৫০০ সিনেমা। সিনেমার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত ১০ লাখ কর্মী। বিশ্বের তৃতীয় বৃহৎ এই ফিল্ম ইন্ডাস্ট্রি আফ্রিকার দেশ নাইজেরিয়ায়—নাম নলিউড। নাইজেরিয়াতে প্রথম সিনেমা প্রদর্শিত হয় ১৯০৩ সালে। তবে নাইজেরিয়াকে সিনেমা বানাতে অপেক্ষা করতে হয়েছে আরও ২৩ বছর। ‘পালাভার’ নামে সেই সিনেমা নির্মাণ করেছিলেন জিওফ্রে বারকাস। সিনেমায় নাইজেরিয়ান অভিনয়শিল্পীরা নাম লেখান। নাইজেরিয়া তখন ব্রিটিশ উপনিবেশ, সিনেমা-সংশ্লিষ্ট অনেক প্রতিষ্ঠানের মালিক ছিলেন বিদেশি। কিছু প্রতিষ্ঠানের অংশীদার ছিলেন নাইজেরিয়ান। তবে তাঁরা নির্মাণে পারদর্শী ছিলেন না। নাইজেরিয়ান তরুণেরা থেমেও থাকেনি। পঞ্চাশের দশক থেকে নিজস্ব প্রযোজনায় সিনেমা নির্মিত হতে থাকে। ১৯৫৭ সালে দেশটি রঙিন সিনেমার যুগে প্রবেশ করে। স্বাধীন চলচ্চিত্র নির্মাণে নানা রকম বাধা থাকায় সব রকম গল্প বলা যেত না।...