ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আমেজ জমে উঠেছে পুরো ক্যাম্পাসে। প্রার্থীরা তাদের নির্বাচনী ইশতেহার নিয়ে হাজির হচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। বিভিন্ন প্যানেল যেমন নিজেদের মতো ইশতেহার তৈরি করেছে, একইভাবে স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন যারা- তারাও নিজেদের ইশতেহার ঘোষণা করেছেন। গত কয়েক দিন ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রার্থীরা নির্বাচনী প্রচারণার সঙ্গে সঙ্গে নিজেদের ইশতেহার তুলে ধরছেন ভোটারদের কাছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কলাভবন এলাকায় কথা হয় ছাত্র পরিবহন সম্পাদক পদে স্বতন্ত্র-প্রার্থী রাশেদ খান আদিবের সঙ্গে। আদিব অর্গানাইজেশন স্টাডিজ অ্যান্ড লিডারশিপ বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। জাগো নিউজকে আদিব বলেন, আমি বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেক্টর নিয়ে নতুনভাবে কাজ করতে চাই। আমার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাই। জুলাই আন্দোলনে রাজপথে থেকেছি। সেসময় আমার বিরুদ্ধে মেট্রোরেল পোড়ানোর মিথ্যা মামলা দিতে চেয়েছিল। ছাত্র-শিক্ষকদের সহায়তায় ছাড়া...