ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) রুদ্ধশ্বাস এক জয় পেয়েছে অ্যান্টিগা এন্ড বারমুডা ফ্যালকনস। বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে শেষ বলে জিতেছে সাকিব আল হাসানের দল। বাংলাদেশ সময় আজ শনিবার লিগ পর্বে নিজেদের নবম ম্যাচে ৪ উইকেটের জয় পেয়েছে অ্যান্টিগা। এদিন আগে ব্যাট করে ৪ উইকেটে ১৮৭ রান তোলে বার্বাডোজ। জবাবে ব্যাট করতে নেমে শেষ বলে লক্ষ্য টপকে যায় অ্যান্টিগা। জয়ের জন্য শেষ ওভারের সাকিবের দলের দরকার ছিল ১২ রানের। স্ট্রাইকপ্রান্তে ছিলেন অ্যান্টিগার অধিনায়ক ইমাদ ওয়াসিম, অন্য প্রান্তে আন্দ্রিয়াস গাউস। আর বার্বাডোজের হয়ে শেষ ওভারে বোলিংয়ে আসেন শারফেন রাদারফোর্ড। প্রথম দুই ডেলিবারিতে ওয়াইড দেন রাদারফোর্ড। প্রথম বৈধ ডেলিবারিতে ২, এরপর আবার ওয়াইড দেন তিনি। এরপর দ্বিতীয় বৈধ বলে দেন ২ রান। অর্থাৎ প্রথম দুই বৈধ বলেই আসে ৭ রান (ওয়াইড, ওয়াইড, ২, ওয়াইড, ২)।...