সেই সময় শচীন তার সঙ্গী অঞ্জলিকে নিয়ে প্রায়ই যেতেন সেখানে। শচীন শেফকে অনুরোধ করেছিলেন অঞ্জলিকে কালাই ডাল রান্না শেখাতে। শেফ হারপাল সিং সোকি বলেন, ‘অনেক বছর আগে আমি ভিন্টেজ নামে এক রেস্তোরাঁয় কাজ করতাম। তখন শচীনের বয়স ছিল ২১ বা ২২। ক্রিকেট ক্যারিয়ারের একেবারে শুরু। কিন্তু তখনই সবাই তার নাম চিনত। শচীন প্রায়ই আমাদের রেস্তোরাঁয় আসতেন। তিনি আমার পাথর কা গোশত, কালাই ডাল আর বিরিয়ানি খুব পছন্দ করতেন। আমাদের রেস্তোরাঁয় মূলত হায়দরাবাদি খাবারই বানানো হতো।’ শেফ আরও বলেন, ‘সেই সময় শচীন অঞ্জলিকে ডেট করছিল। প্রায়ই তাকে সঙ্গে আনত। একদিন শচীন আমাকে বলল, ‘আমি অঞ্জলিকে বিয়ে করতে যাচ্ছি... দয়া করে তাকে কয়েকটা স্পেশাল রান্না শিখিয়ে দিন।’ আমি মজা করে বলেছিলাম, জানি না উনি রান্নাঘরে আসবেন কি না। কিন্তু শচীন জোর দিল।...