বাংলা চলচ্চিত্রের রাজপুত্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহর ২৯তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৬ সালের এই দিনে (৬ সেপ্টেম্বর) মৃত্যুবরণ করেন তিনি। শোকাবহ দিনটিতে নানাভাবে প্রিয় নায়ককে স্মরণ করছেন তাঁর ভক্তরা। কেউ-বা ক্ষণজন্মা নায়ককে নিয়ে গেয়েছেন গান। নতুন-পুরনো এমন একগুচ্ছ গানের খোঁজ রইল ইনডিপেনডেন্ট ডিজিটালে— স্বপ্নের নায়ক তুমিসালমান শাহ স্মরণে গানটি গেয়েছেন আরিফ হোসেন বাবু। কথা ও সুর গায়কের নিজেরই। সংগীত পরিচালনা করেছেন নেয়ামত হোসেন। গানটি আজ এরিন মাল্টিমিডিয়া মিউজিক চ্যানেলে উন্মুক্ত হওয়ার কথা রয়েছে। এই গান প্রসঙ্গে আরিফ হোসেন বাবু বলেন, ‘ছেলেবেলা থেকেই সালমান শাহের ভক্ত আমি। সবসময়ই তাঁর সিনেমার গান কভার করতাম। সেই বাসনা থেকেই প্রিয় নায়কের স্মরণে তাঁকে নিয়ে একটা গান লিখে ফেলি। একজন সালমান ভক্ত হিসেবে তাঁর স্মৃতি স্মরণ করে কিছু করার চেষ্টা করেছি মাত্র।’ বিচার চাইভক্তদের কাছে সালমান শাহর...