অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকন্স শেষ মুহূর্তের রোমাঞ্চে বার্বাডোজ রয়্যালসকে ৪ উইকেটে হারিয়েছে, ক্যারিবীয় প্রিমিয়ার লিগে। শেষ ওভারে ১২ এবং শেষ বলে ২ রান প্রয়োজন ছিল, যা ফ্যালকন্স পূর্ণ করে জয় নিশ্চিত করে। বার্বাডোজ ১৮৮ রানের লক্ষ্য রেখেছিল। টস হেরে আগে ফিল্ডিং নেওয়া অ্যান্টিগার সামনে শুরু থেকেই আগ্রাসী ছিলেন বার্বাডোজের ব্যাটসম্যানরা। উদ্বোধনী জুটি কুইন্টন ডি কক ও ব্রেন্ডন কিং ১১.২ ওভারে ৯১ রান যোগ করেন। কক ২৮ বলে ২৭ রান করেন, আর কিং ৬৫ বলে ৯৮ রান অপরাজিত ইনিংস খেলেন, যেখানে ছিল ৬ চার ও ৭ ছক্কা। শেরফান রাদারফোর্ড ১৭ বলে ২৯ রান করে আউট হন। পরবর্তী ওভারে রভম্যান পাওয়েল (৩) ও রাসি ভ্যান ডার ডুসেন (০) আউট হয়ে দলকে কিছুটা সমস্যায় ফেলে। শেষ দিকে ক্রিস গ্রিন ৬ বলে ১৬ রান...