দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব শেষের পথে। অন্যদিকে সবেমাত্র বাছাইপর্ব শুরু করছে ইউরোপের দলগুলো। প্রথম ম্যাচে ইউক্রেনকে পেয়েছিল ফ্রান্স। ইউক্রেনের লড়াকু পারফরম্যান্স ছাপিয়ে ওলিসে-এমবাপ্পের গোলে জয় দিয়ে বিশ্বকাপ বাছাইয়ের মিশন শুরু করেছে ফরাসিরা। ম্যাচটি ছিল ইউক্রেনের হোম ম্যাচ। কিন্তু যুদ্ধের কারণে নিজেদের মাঠে খেলতে পারে না তারা। ফলে দুই দল মুখোমুখি হয় পোল্যান্ডে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে বাছাইপর্বের ‘ডি’ গ্রুপের ম্যাচে ইউক্রেনকে ২-০ গোলে হারিয়েছে ফান্স। খেলা আসলে যতটা একপেশে হওয়ার কথা ছিল, ততটা হতে দেয়নি ইউক্রেন। ফান্সকে ছেড়ে কথা বলেনি তারা। ফরাসিদের ৬৫ শতাংশ বল দখলের বিপরীতে ইউক্রেন বল দখলে রেখেছিল ৪৪ শতাংশ। গোলের জন্য ১৬টি শট নিয়ে ছয়টি লক্ষ্যে রাখতে পারে দিদিয়ের দেশমের দল। সাতটি শটের দুটি লক্ষ্যে ছিল ইউক্রেনের। তবে ম্যাচে গোল পেতে সময় লাগেনি ফ্রান্সের। দশম মিনিটেই...