বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে জিততে শেষ ওভারে ১২ রান দরকার ছিল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের। ক্রিজে ইমাদ ওয়াসিম ও আন্দ্রেয়াস গৌস। রয়্যালসের বোলার শেরফানে রাদারফোর্ড শেষ ওভারের প্রথম ৫ বলে ১০ রান দিলেও পঞ্চম বলে ইমাদকে আউট করেন। শেষ বলে জয়ের জন্য ২ রান দরকার ছিল ফ্যালকনসের। শামার স্প্রিঙ্গার নেমে ম্যাচটা আর সুপার ওভারে যেতে দেননি। ২টি রান নিয়ে ফ্যালকনসকে শেষ বলে ৪ উইকেটের জয় এনে দেন স্প্রিঙ্গার। ব্রিজটাউনে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের এই ম্যাচে ফ্যালকনসের হয়ে ব্যাটে-বলে ভালো করতে পারেননি সাকিব আল হাসান। আগে ব্যাট করে ৪ উইকেটে ১৮৭ রান তোলা বার্বাডোজের বিপক্ষে বল হাতে ৩ ওভারে ৩৩ রানে উইকেটশূন্য ছিলেন সাকিব। পাঁচে ব্যাটিংয়ে নেমে ১৫ বলে ১২ রান করে আউট হন। সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে আগের ম্যাচেই অবশ্য ফিফটি পেয়েছিলেন...