সম্প্রতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফিক্সিং ইস্যুতে তোলপাড় হয়েছে। বিসিবিতে জমা পড়েছে প্রাথমিক তদন্ত রিপোর্ট। এর মাঝেই জানা গেল, ভারতের একটি স্থানীয় ক্রিকেট লিগের ম্যাচ ফিক্সিং করতে কোটি টাকার ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল! তার মানে স্থানীয় ক্রিকেটেও এখন ফিক্সারদের রমরমা। ভারতের উত্তর প্রদেশ (ইউপি) টি-টোয়েন্টি লিগে ঘটেছে এই ঘটনা। ‘কাশি রুদ্র’ দলের ম্যানেজার অর্জুন চৌহানকে ইন্সটাগ্রামে ১ কোটি রুপির প্রস্তাব দিয়েছেন একজন জুয়ারি। বিপরীতে তার দাবি ছিল, ম্যাচে তার চাহিদা অনুযায়ী খেলতে হবে ক্রিকেটারদের। প্রস্তাব পেয়েই থানায় অভিযোগ করেন অর্জুন। পরে মামলা দায়ের করে সুশান্ত গলফ সিটি থানা পুলিশ। অভিযোগপত্রে বলা হয়েছে, ইন্সটাগ্রামের ‘@vipss_nakrani’ নামের একটি আইডি থেকে যোগাযোগ করে জুয়াড়ি। তিনি ম্যাচে ফলাফল নিয়ন্ত্রণ করার শর্তে পুরো অর্থ মার্কিন ডলারে দেওয়ার প্রস্তাব দেন। এমনকি প্রস্তাবে রাজি হলে ম্যানেজারের জন্য...