দীর্ঘ ছয় বছর পর আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে এ ভোটগ্রহণ চলবে। ওএমআর শিটের মাধ্যমে এ ভোট দেওয়া হবে। ডাকসুর ব্যালট পেপার থাকবে ছয় পৃষ্ঠার, আর হল সংসদের ব্যালট পেপার থাকবে এক পৃষ্ঠার। মোট ৩৯ হাজার ৮৭৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে ২৮ সদস্যের কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ নির্বাচিত করবেন। এ নির্বাচনে শিক্ষার্থীদের কীভাবে ভোট দিতে হবে, সে বিষয়ে একটি ভিডিও প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভিডিওতে দেখানো হয়েছে, শিক্ষার্থীদের ৯ সেপ্টেম্বর সকাল আটটা থেকে বিকেল চারটার মধ্যে যেকোনো সময় নির্ধারিত ভোটকেন্দ্রে আসতে হবে। এরপর পোলিং অফিসার শিক্ষার্থীর পরিচয় নিশ্চিত হবেন। পরিচয় নিশ্চিত করার জন্য প্রথম বর্ষের শিক্ষার্থীরা লাইব্রেরি...