বের্গামোয় ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে গতকাল রাতে স্বাগতিক হয়ে এস্তোনিয়ার মুখোমুখি হয়েছিল ইতালি। জেনারো গাত্তুসোরও ইতালি কোচ হিসেবে এ ম্যাচে অভিষেক হলো। প্রথমার্ধে গোল পায়নি ইতালি। কিন্তু দ্বিতীয়ার্ধে পাঁচজন বদলি খেলোয়াড় মাঠে নামান গাত্তুসো। ইতালিও এই অর্ধে গোল–উৎসব করে। এস্তোনিয়াকে ৫–০ গোলে হারিয়ে ইতালির কোচ হিসেবে গাত্তুসোর অভিযাত্রা শুরু হলো জয় দিয়ে। ‘আই’ গ্রুপ থেকে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় ইতালি। এই গ্রুপের শীর্ষ দুই দল নরওয়ে ও ইসরায়েল ৪টি করে ম্যাচ খেলেছে। ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে নরওয়ে ও ইতালির জয়ের রাতে মালদোভাকে ৪–০ গোলে হারানো ইসরায়েল ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে। সোমবার ইসরায়েলের মুখোমুখি হবে ইতালি। বিরতির পর পাঁচ বদলি নামানোর আগে এক গোল পেয়েছে ইতালি। ৫৮ মিনিটে বুলেট গতির শটে গোল করেন ফরোয়ার্ড ময়েস কিন। ৬৭ মিনিটে ফেদেরিকো...