নাইজারকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে মরক্কো। শুক্রবার রাবাতে অনুষ্ঠিত ম্যাচে গ্রুপ ‘ই’-এর শীর্ষে থেকে আফ্রিকা অঞ্চলের প্রথম দল হিসেবে বিশ্বকাপের টিকিট পেল তারা। খেলার শুরুতেই নাইজারের আব্দুল-লতিফ গুমেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। সেই সুযোগ কাজে লাগিয়ে প্রথমার্ধে দুটি গোল করেন মরক্কোর ইসমায়েল সাইবারি। দ্বিতীয়ার্ধে আরও তিন গোল আসে আয়ুব এল কাবি, হামজা ইগামানে ও আজ্জেদিন উনাহির পা থেকে। এই জয়ে টানা ছয় ম্যাচ জিতে মরক্কোর সংগ্রহ দাঁড়াল ১৮ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা তানজানিয়ার চেয়ে তারা এগিয়ে ৮ পয়েন্টে। ফলে হাতে থাকা দুই ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ খেলা নিশ্চিত হলো। এটি মরক্কোর সপ্তম বিশ্বকাপ। কাতার বিশ্বকাপেই আলো ছড়িয়েছিল মরক্কো। তারা ছিল প্রথম আফ্রিকান দল যারা সেমিফাইনালে উঠেছিল। সে আসরে তারা গ্রুপ পর্বে ক্রোয়েশিয়া ও বেলজিয়ামকে...