চলমান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বার্বাডোজ রয়্যালসকে ৪ উইকেটে হারিয়েছে সাকিবের অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। শেষ বলে দল জিতলেও এদিন ব্যাটে-বলে মলিন ছিল সাকিবের পারফরম্যান্স। আন্দ্রেস গুসের দুর্দান্ত ৮৫ রানের ইনিংসে জয় পেয়েছে অ্যান্টিগা।বোলিংয়ে নবম ওভারে বল হাতে আসার পর দ্বিতীয় বলেই চার হজম করেন সাকিব। নিজের করা প্রথম ওভারেই ১২ রান দেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। তিন ওভার বোলিং করলেও এদিন তার বোলিংয়ে ছিল না আগের মতো ধার। কিংয়ের বিধ্বংসী ব্যাটিংয়ে সাকিবের বল ছিল অসহায়। পুরো ম্যাচে তিনি কোনো প্রভাবই রাখতে পারেননি। ৩ ওভার বল করে তিনি রান দিয়েছেন ৩৩। ব্যাট হাতে পরিস্থিতি ছিল আরও খারাপ। চাপের মুখে ব্যাটিংয়ে নেমে ১২ বলে করেন ১৫ রান।বার্বাডোজে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় অ্যান্টিগা। ব্যাটিংয়ে নেমে জীবন পেয়ে কাজে লাগিয়েছেন বার্বাডোজের ওপেনার ব্রেন্ডন...