কড়া নাড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। কোনও অঘটন না ঘটলে চলতি মাসের ৯ তারিখেই অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত এই ছাত্র সংসদ নির্বাচন। কিন্তু ডাকসুর কাজ কী? এমন প্রশ্নের উত্তরে বেশিরভাগ শিক্ষার্থীরাই উত্তর দিয়েছেন, শিক্ষার্থীদের প্রতিনিধি তৈরি করা; যারা শিক্ষার্থীদের যেকোনও অধিকার আদায়ে কাজ করবে। আবার ডাকসু নির্বাচনের ইতিহাস বিবেচনা করলে দেখা যায়, ডাকসু নির্বাচনের প্রধান নেতৃত্বগুলো দখল করেছেন জাতীয় রাজনীতির বড় বড় পদগুলো। এসবের মাঝে আড়ালেই রয়েছে ডাকসুর মূল কাজ। শিক্ষার্থীসহ অনেক প্রার্থীরাই জানেন না ডাকসুর কাজ কী। প্রার্থীদের ইশতেহারগুলোতে ডাকসুর লক্ষ্য ও উদ্দেশ্যের সামান্যই প্রতিফলন দেখা গেছে। ২০১৯ সালে সর্বশেষ যে ডাকসু নির্বাচন হয়, সে লক্ষ্যে গঠনতন্ত্রে কিছু সংশোধন আনা হয়েছিল। সেই গঠনতন্ত্রে ডাকসুর লক্ষ্য ও উদ্দেশ্য ছিল পাঁচটি। তবে এবারের নির্বাচন সামনে রেখে...