রাবাতে ১০ জনের নিগারকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপে জায়গা করে নিল মরক্কো। এর মধ্য দিয়ে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে উঠে ইতিহাস গড়া আটলাস লায়নরা আবারও নতুন মাইলফলক ছুঁল—আফ্রিকা থেকে প্রথম দল হিসেবে বিশ্বকাপে নিশ্চিত হলো তাদের অংশগ্রহণ। শুক্রবার আগের ম্যাচে তানজানিয়া কঙ্গো-ব্রাজাভিলে ১-১ ড্র করায় মরক্কোর সামনে সমীকরণ ছিল সহজ—তিন পয়েন্ট পেলেই বিশ্বকাপ নিশ্চিত। আর সে কাজটিই নিখুঁতভাবে করে দেখাল ওয়ালিদ রেগরাগুইয়ের দল। ২৬ মিনিটে নিগারের আবদুল-লতিফ গুমেই লাল কার্ড দেখলে সংখ্যাগত সুবিধা পায় মরক্কো। তিন মিনিট পরই ইউসুফ বেল্লামারির ক্রস থেকে গোল করেন ইসমায়েল সাইবারি। বিরতির আগে হাকিমির পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। স্বাগতিক:যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডাএশিয়া:জাপান, ইরান, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান (প্রথমবার), জর্ডান (প্রথমবার), অস্ট্রেলিয়াওশেনিয়া:নিউজিল্যান্ডদক্ষিণ আমেরিকা:আর্জেন্টিনা, ব্রাজিল, ইকুয়েডর, উরুগুয়ে, কলম্বিয়া, প্যারাগুয়েআফ্রিকা:মরক্কো দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও বেল্লামারির ক্রস...