প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) প্রধান কোচ লুইস এনরিক সাইকেল দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনায় তার কাঁধের হাড় ভেঙে গেছে বলে নিশ্চিত করেছে ক্লাবটি। গতকাল শুক্রবার ৫৫ বছর বয়সী এই স্প্যানিশ কোচ সাইকেল চালানোর সময় দুর্ঘটনায় পড়েন। এরপর জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিকভাবে জানা গেছে, তার কলারবোন ভেঙে গেছে। তবে অন্য কোনো গুরুতর শারীরিক সমস্যা নেই। পিএসজি এক বিবৃতিতে জানিয়েছে, ‘শুক্রবারের সাইকেল দুর্ঘটনার পর প্রধান কোচ লুইস এনরিককে জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে। তার কলারবোন ভেঙে গেছে এবং অস্ত্রোপচারের প্রয়োজন হবে। ক্লাব তার দ্রুত সুস্থতা কামনা করছে। পরিস্থিতি সম্পর্কে পরবর্তী সময়ে জানানো হবে।’ গত মে মাসে এনরিকের অধীনে পিএসজি ইতিহাসে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগ জিতেছিল। নতুন মৌসুমেও দারুণ শুরু করেছে ফরাসি জায়ান্টরা—লিগ ওয়ানে প্রথম তিন ম্যাচেই...