যাদের অকালে মাথার চুল ঝরে যেতে শুরু করে, তারাই শুধু জানেন এর কষ্ট। চুল পড়া বন্ধ করতে আপনিও নিশ্চয় নানার রকম উপদেশ শুনেছেন। কেউ বলেন প্রাকৃতির উপাদানের কথা, কেউ আবার বলেন উচ্চমূল্যের কেমিক্যাল ট্রিটমেন্টের কথা। কোনটা ছেড়ে কোনটা বিশ্বাস করবেন? ত্বকের বা চুলের বিশেষ কোনো সমস্যায় নির্দিষ্ট চিকিৎসা নিতে হতেই পারে। তবে দীর্ঘমেয়াদী ফল পেতে শুরুতে প্রাকৃতিক উপায়ে চেষ্টা করে দেখাই সবচেয়ে নিরাপদ। এমনই একটি উপাদান হলো পেঁয়াজের রস। আপনি যদি চুল পড়ে যাওয়ার সমস্যায় ভোগেন, তাহলে নিশ্চয় এই উপাদানের জাদুকরী প্রভাব নিয়ে শুনেছেন বহুবার। তবে সত্যিই কি এই রস কাজ করে? >> পেঁয়াজে আছে সালফার যৌগ ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে সহায়তা করে এবং নতুন চুল গজাতে সাহায্য করতে পারে। >> ২০০২ সালে জার্নাল অব ডার্মাটোলজি-এ...