ভালো-মন্দ মিলিয়েই কাটছে সাকিব আল হাসানের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)। মাঝেমধ্যে জ্বলে উঠছেন, আবার কখনো থাকছেন নিষ্প্রভ। গত রাতে বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে ম্যাচে তিনি ব্যাটে-বলে ছিলেন ম্লান। তবে তার দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস জিতেছে ৪ উইকেটে, সেটাও শেষ বলে। ব্রিজটাউনে আগে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৮৭ রান তুলেছিল বার্বাডোজ। ওপেনার ব্রেন্ডন কিং অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন। ৬৫ বলে ৬ চার ৭ ছক্কায় অপরাজিত থাকেন ৯৮ রানে। এছাড়া রাদারফোর্ড ১৭ বলে ২৯ রান করেন। বল হাতে ৩ ওভারে ৩৩ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন সাকিব। রান তাড়ায় নেমে ৪৫ রানের উদ্বোধনী জুটি পায...