রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবার শরিফে হামলা, ভাঙচুর এবং পুলিশের ওপর আক্রমণের ঘটনায় মামলা দায়ের করেছে থানা পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় প্রায় ৩ থেকে সাড়ে তিন হাজার মানুষকে আসামি করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর রাতে গোয়ালন্দ ঘাট থানার এসআই মো. সেলিম মোল্লা বাদী হয়ে মামলা করেন। পুলিশ সূত্র জানায়, শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পর ‘ইমান আকিদা রক্ষা কমিটি’র ব্যানারে পূর্ব ঘোষণা অনুযায়ী মুক্তিযোদ্ধা শহীদ ফকীর মহিউদ্দিন আনসার ক্লাবে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ শেষে জনতা দরবারের দিকে গেলে প্রশাসন ও থানা পুলিশ তাদের ঠেকানোর চেষ্টা করে। এরপর বিক্ষুব্ধ জনতা উপজেলা নির্বাহী অফিসারের সরকারি গাড়ি, অতিরিক্ত পুলিশ সুপার ও গোয়ালন্দ ঘাট থানার ওসির গাড়ি ভাঙচুর করে। এতে ৫ পুলিশ সদস্য ও স্থানীয় প্রশাসনের দুইজন আহত হন। আরো...