ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শনিবার মাঠে নামছে বাংলাদেশ। স্বাগতিক নেপালের বিপক্ষে লড়বে তপুরা। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে হবে দুই দলের ম্যাচটি। গুরুত্বপূর্ণ ম্যাচটিকে সামনে রেখে ইতোমধ্যে নিজেদের প্রস্তুতি সেরেছে বাংলাদেশ ফুটবল দল। অন্যদিকে, হামজাবিহীন বাংলাদেশকে মোকাবিলা করতে প্রস্তুতি স্বাগতিক নেপালও।বাংলাদেশ-নেপাল প্রীতি ম্যাচ হলেও কোচ হাভিয়ের কাবরেরার চোখে আসন্ন হংকং ম্যাচের প্রস্তুতির বড় সুযোগ এবং একইসঙ্গে তিন বছর আগের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার উপলক্ষ। ২০২২ সালের সেপ্টেম্বরে কাঠমান্ডুতেই নেপালের কাছে ৩-১ গোলে হেরেছিল বাংলাদেশ। এবার ইতিবাচক ফলাফলেই নজর বাংলাদেশের কোচের।বাংলাদেশ দলে নেই মাঝমাঠের অন্যতম ভরসা হামজা চৌধুরী। চোটের কারণে ছিটকে যাওয়ায় শুধু বাংলাদেশ নয় হতাশ নেপালের ফুটবলপ্রেমীরাও। হামজা না থাকলেও নেপালের কোচ ম্যাট রস মনে করেন, বাংলাদেশ শক্তিশালী দল নিয়েই মাঠে নামবে। তবে নিজের দল নিয়েও...