মদিনায় হিজরত তৎকালীন প্রেক্ষাপটে এতটাই অনিবার্য হয়ে উঠেছিল যে, রাসুল (সা.) এবং তার সাহাবিগণ নিজ গৃহ, ধন-সম্পদ, আত্মীয়-স্বজনের মায়া ত্যাগ করে আল্লাহর নির্দেশ পালন করে দ্বীনকে সমুন্নত রাখতে বিশ্ববাসীর কাছে এক বিরল উদহরণ সৃষ্টি করেন। মক্কার কোরায়শদের নির্বুদ্ধিতা, মূর্খতা, স্বর্থপরতা, শত্রুতার প্রবণতা তাদেরকে এতটাই নীচে নামিয়েছিল যে, তারা আল্লাহর দেয়া নেয়ামতকে শুধু অস্বীকার করেনি, তাঁর গুরুত্ব অনুধাবনে যেমন ব্যর্থ হয়েছে তেমনি তাদের চিন্তা ও আচরণের কারণে কেয়ামত পর্যন্ত বিশ্ববাসীর জন্যে এক নিকৃষ্ট উদাহরণ হয়ে আছে। পূর্ববর্তী অনেক নবি-রাসুলের মতো নবিজিকেও (সা.) মক্কা থেকে হিজরত করতে হবে এই ইশারা আল্লাহ তাআলার পক্ষ থেকে আগেই দেওয়া হয়েছিল। নবিজিকে (সা.) তার হিজরতের শহর দেখানো হয়েছিল স্বপ্নে। নবিজি (সা.) বলেন, আমি স্বপ্নে দেখেছিলাম, আমি মক্কা থেকে এমন স্থানে হিজরত করেছি, যেখানে অনেক খেজুর গাছ...