গত রোববার রাতে লিগস কাপের ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে ৩-০ ব্যবধানে হেরেছে মায়ামি। ওই ম্যাচ শেষে দুদল মাঠেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে। সে সময় প্রতিপক্ষ দলের এক স্টাফের দিকে থুথু মেরে বসেন লুইস সুযারেস। সে ঘটনায় সুয়ারেস যে শাস্তির মুখে পড়বেন, সেটা অনুমেয়ই ছিল। আনুষ্ঠানিকভাবেও ঘোষণাটা এসেছে। ইন্টার মায়ামি স্ট্রাইকারকে ৬ ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে লিগস কাপ আয়োজক কমিটি। শুধু সুয়ারেস নন, শাস্তি পেয়েছেন মায়ামির সের্হিও বুসকেতস ও থমাস আভিলেসও। এছাড়া সিয়াটলের কোচিং স্টাফের এক সদস্যও নিষেধাজ্ঞা পেয়েছেন। ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শিরোপা নির্ধারণী ম্যাচের শেষ বাঁশি বাজার পর দুদলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এ সময় সুয়ারেসকে আগলে রাখার চেষ্টা করেন সতীর্থ ও কোচরা। কিন্তু উরুগুয়ে স্ট্রাইকারকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায়নি। সুযোগ বুঝে প্রতিপক্ষ দলের...