প্রথমবারের মতো সুরকার হিসেবে চলচ্চিত্রে অভিষেক হলো কণ্ঠশিল্পী কাজী শুভর। পরিতোষ বাড়ৈয়ের জনপ্রিয় উপন্যাস ‘নরক নন্দিনী’ অবলম্বনে নির্মিত সিনেমা ‘নন্দিনী’তে তিনটি গানে সুর করার পাশাপাশি দুটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। ছবিটি পরিচালনা করেছেন সোয়াইবুর রহমান রাসেল। সিনেমার সংগীত পরিচালনা করেছেন রাফি মোহাম্মদ এবং গানগুলোতে লেখা হয়েছে গীতিকার জাহিদ আকবর ও পরিতোষ বাড়ৈয়ের। সিনেমাটি আগামী ১২ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। মুক্তি উপলক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কাজী শুভ, ছবির নায়িকা নাজিরা মৌ, অভিনেতা ফজলুর রহমান বাবু, অভিনেতা আজম খান, কাহিনীকার পরিতোষ বাড়ৈ ও গীতিকার জাহিদ আকবরসহ আরও অনেকে। কাজী শুভর বলেন, “প্রথমবার সিনেমার জন্য গান সুর করেছি, তাই ‘নন্দিনী’ আমার কাছে স্পেশাল। বিষয়টি বেশ চ্যালেঞ্জিং ছিল, তবে পরিচালক সোয়াইবুর রহমান রাসেল এবং সংগীত পরিচালক...