স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার রস টেইলর অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন। মায়ের জন্মভূমি সামোয়ার হয়ে খেলবেন তিনি। ওমানের মাটিতে আসন্ন এশিয়া-ইস্ট এশিয়া-প্যাসিফিক টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ বাছাইপর্বের জন্য ১৫ সদস্যের সামোয়া জাতীয় দলে ডাক পেয়েছেন টেইলর। বাছাই পর্ব টপকাতে পারলে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে সামোয়া। সামোয়ার হয়ে খেলতে উদগ্রীব হয়ে আছেন টেইলর। তিনি বলেন, ‘ আমি অত্যন্ত আনন্দের সাথে আনুষ্ঠানিক ঘোষণা দিচ্ছি যে, নীল জার্সি গায়ে সামোয়ার হয়ে খেলতে যাচ্ছি। এটা শুধু আমার প্রিয় খেলায় ফেরার বিষয় নয়, এটা আমার ঐতিহ্য, সংস্কৃতি, গ্রাম এবং পরিবারকে প্রতিনিধিত্ব করার বিশাল সম্মান। আমি দলে যোগ দেয়া, অভিজ্ঞতা শেয়ার করা এবং খেলায় অবদান রাখার সুযোগ পেয়ে রোমাঞ্চিত।’ আইসিসির নিয়ম অনুযায়ী, একটি দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার তিন...